সড়কেই শেষ রশীদের দুবাই যাওয়ার স্বপ্ন
স্বপ্ন ছিলো দুবাই যাবেন। ভাগ্যের চাকা ঘুরাবেন। প্রবাসে যাওয়ার জন্য নতুন জামাকাপড় কেনাসহ সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলোনা শেরপুরের নলিতাবাড়ীর আবদুর রশীদের।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যূ হয়েছে। এ সময় সাইফুল ইসলাম নামে আরও একজন নিহত হয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নকলা-নালিতাবাড়ী মহাসড়কের নয়ানিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার তন্তর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আবদুর রশীদ (৪০) ও কুড়েরকান্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
জানা গেছে, আজ বিকেলে উপজেলার শহিদুল ও আবদুর রশিদ ময়মনসিংহের মুক্তাগাছায় এক আত্মীয়ের বাড়ি থেকে ভাড়া করা মোটরসাইকেলে করে আসছিলেন। নয়ানিকান্দা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী পুকুর থেকে মোটরসাইকেলের ৩ আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রশিদ ও সাইফুলকে মৃত ঘোষণা করেন। এ সময় শহিদুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়।
আহত শহিদুল ইসলাম বলেন, হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আমরা পুকুরে পড়ে যাই। পরে আর কিছু মনে নেই।
এবিষয়ে নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন।