১৫ এপ্রিল ২০২৩, ১৪:৩৩

বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে আইনের ছাত্রী

বিয়ের দাবিতে তরুণীর অবস্থান  © সংগৃহীত

বিয়ের দাবিতে আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। তরুণীর অবস্থান টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত শিক্ষক।

বৃহস্পতিবার থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব হাজিপুর গ্রামে বিয়ের জন্য শিক্ষকের বাড়িতে অবস্থান করছেন ওই তরুণী।

অভিযুক্ত শিক্ষকের নাম মহিবুল্লাহ সুমন। তিনি আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ভুক্তভোগীর বাড়ি ঝালকাঠীর সদর উপজেলায়।

ওই তরুণী গণমাধ্যমকে জানান, মহিবুল্লাহ সুমন ও সে আইন বিষয়ে পড়ালেখা করেছেন। এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে সুমনের সঙ্গে পরিচয় তার হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে সুমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। আমাকে সুমন এবং তার পরিবার মেনে না নিলে আমি আত্মহত্যা করব।

সুমনের বাবা বাশার সিকদার জানান, বৃহস্পতিবার থেকে এই মেয়ে আমাদের বাড়িতে আসার পরই আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। এখন এই মেয়েকে নিয়ে আমরা নিজেরাই সমস্যায় আছি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মো. জসিম বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাটি আমি প্রথম শুনলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।