১৫ এপ্রিল ২০২৩, ১২:০২

পানি নিতে দেয়াল ভেঙ্গে দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন

দেয়াল ভেঙে পানির পাইপ নিয়ে যাওয়া হচ্ছে  © টিডিসি ফটো

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকা কলেজের নিরাপত্তা দেওয়াল ভেঙে দিয়েছে কলেজ প্রশাসন। 

শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে কলেজের পুকুর পাড়ের দক্ষিণ পার্শ্বের নিরাপত্তা দেয়াল ভেঙ্গে পানির পাইপ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। 

এর আগে সকালে অগ্নিকাণ্ডের শুরু থেকেই কলেজের মূল ফটকের সামনে দিয়ে পাইপ লাগিয়ে বারোটি পাম্পের মাধ্যমে ঢাকা কলেজের পুকুর থেকে  পানি নেওয়া শুরু করে ফায়ার সার্ভি। সের কর্মীরা। বর্তমানে ১৬ টি পাম্প পানি সরবরাহ করা হচ্ছে। 

আগুন নেভাতে যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা ঢাকা কলেজের পক্ষ থেকে করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন আমরা সার্বিকভাবে ফায়ার সার্ভিসসহ অন্যদের সহযোগিতা করছে। ঢাকা কলেজের পানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ঢাকা কলেজের রোভার রেডক্রিসেন্ট বিএনসিসি ও সাধারণ শিক্ষার্থীরা অগ্নিনির্বাপণের সহযোগিতা করছেন। ফায়ার সার্ভিসের প্রয়োজনীয়তা অনুসারে আমরা দেয়াল ভেঙ্গে দিয়েছি। আমাদের সক্ষমতার জায়গা থেকে যত ধরনের সহযোগিতা দেওয়া সম্ভব সব কিছুই করা হবে।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, আমরা ইতোমধ্যেই শিক্ষকদের মধ্যে থেকে টিম করে দিয়েছি যারা এই বিষয়গুলো দেখভাল করছেন। শিক্ষক পরিষদ সহ সম্পাদক মো. নাসির উদ্দিন,  কোষাধ্যক্ষ ওবায়দুল করিমসহ অন্যান্য শিক্ষকরা সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। শিক্ষার্থীরাও সর্বাত্মকভাবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সহ অন্যান্যদের সহযোগিতা করছেন। 

অপরদিকে ঢাকা কলেজ প্রশাসনের এমন সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবসায়ীরাও। ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের ডি ব্লকের দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, পর্যাপ্ত পানির ব্যবস্থা  না হলে আরও বেশি ক্ষতি হতে পারত।। ঢাকা কলেজ থেকে আমরা পানির সাপোর্ট পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত কৃতজ্ঞ।