১৩ এপ্রিল ২০২৩, ১৬:১২

গণ বিশ্ববিদ্যালয়ে চিরশায়িত হবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

শুক্রবার সাভারে পঞ্চম জানাজার পর ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দাফন করা হবে।  © সংগৃহীত

নিজের প্রতিষ্ঠিত সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের গণ বিশ্ববিদ্যালয়ে চীরনিদ্রায় শায়িত হবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (১৪ এপ্রিল) সাভারে পঞ্চম জানাজার পর তাঁকে দাফন করা হবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় নামাজে জানাজার আগে তাঁর ছেলে বারিশ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার বাবার সারা জীবনের স্বপ্ন ছিল, তার দেহ মেডিকেল সায়েন্সের জন্য দান করে যাবেন। আমরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দান করতে করতে চেয়েছিলাম। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করেছি। তবে তারা সম্মান দেখিয়ে বলেছে, বাবার গায়ে ছুরি লাগাতে পারবেন না। তারা শ্রদ্ধা থেকে এটি জানিয়েছেন। আমাদেরও আর এখানে আর কিছু করার নেই। তাই আগামীকাল সাভারে (গণস্বাস্থ্য কেন্দ্রে) জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।

বারিশ চৌধুরী আরও বলেন, আমার বাবা মারা গেছেন। তার সঙ্গে যদি কারও লেনদেন থাকে, যদি কেউ কিছু পেয়ে থাকেন, তাহলে আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু দেশ স্বাধীন হলেও তার যুদ্ধ শেষ হয়নি। তার যুদ্ধ শেষ নিঃশ্বাস পর্যন্ত চলেছে।

অপরদিকে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটার দিকে তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি সৈয়দ এমদাদ উদ্দীন।

জানাজার নামাজ শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়।