০৮ এপ্রিল ২০২৩, ০৮:২১

বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন

বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজায় আগুন  © সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

শনিবার (৮ এপ্রিল) সকাল আটটা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ জানান, সকাল আটটা ১০ মিনিটের দিকে আগুন লাগে। দ্রুত আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও যোগ দেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সেদিন বঙ্গবাজার মার্কেটের পাশে থাকা বরিশাল প্লাজায়ও আগুন লেগেছিল। তবে সেই আগুন তেমনটা ছড়াতে পারেনি।