০২ এপ্রিল ২০২৩, ১০:৪১
হাইকোর্টে আগাম জামিন চাইলেন প্রথম আলো সম্পাদক
ডিজিটাল নিরাপত্ত আইনের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। গত বুধবার রাতে রমনা থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
একই মামলার আসামি পত্রিকাটির প্রতিবেদক শামসুজ্জামান শামস। সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেওয়ার ৩৫ ঘণ্টা পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ মামলার বাদী আবদুল মালেক ওরফে মশিউর মালেক। তিনি নিজেকে হাইকোর্টের আইনজীবী বলে পরিচয় দিয়েছেন।
এ ছাড়া আসামিদের মধ্যে সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাত ব্যক্তিরাও রয়েছেন। মামলায় রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন আব্দুল মালেক। আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, অভিযুক্তরা উদ্দেশ্যমূলকভাবে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য মিথ্যা তথ্য ছড়িয়েছেন।