০১ এপ্রিল ২০২৩, ২০:৫৯

শ্রেণিকক্ষে নির্যাতনের শিকার বাবা-ছেলের পাশে ডিসি

বাবা-ছেলের সাথে কথা বলছেন জেলা প্রশাসক  © সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়-য়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নির্যাতিত বাবা-ছেলের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। 

শনিবার (১ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে তিনি মধুখালীর রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে গিয়ে নির্যাতনের শিকার ইয়ামিন মৃধা ও তার পরিবারের খোঁজ নেন। এসময় জেলা প্রশাসক নগদ ২০ হাজার টাকা, চাল, ডাল, তেল, লবণসহ ফলমূল উপহার দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল আলম বাচ্চু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়াসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য গত ১৭মার্চ আড়-য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ওই বিদ্রালয়ের এক সহকারি শিক্ষিকার পরিকল্পনায় কতিপয় যুবক মধ্যযগীয় কায়দায় নির্যাতন করে। এ ব্যাপারে ২০ মার্চ মধুখালী থানায় তিনজনের নাম উল্লেখ্যসহ আরো অজ্ঞাত ৮-৯জনের নামে মামলা হলে পুলিশ মোট সাতজনকে ধরতে সক্ষম হয়।