৩০ মার্চ ২০২৩, ১৯:২৭
সাংবাদিক গ্রেফতার ও মামলা দায়েরের ঘটনায় ইরাবের উদ্বেগ
একটি সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের এবং পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার নিন্দা জানিয়েছে এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।
একইসঙ্গে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলম লাবলুর বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক ফারুক হোসাইন এক বিবৃতিতে এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সব সাংবাদিকের মুক্তি এবং বিভিন্ন সময়ে দেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনার বিচার দাবি জানান ইরাব নেতৃবৃন্দ।