৩০ মার্চ ২০২৩, ০৯:৫২
আদালতে নেওয়া হয়েছে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে তোলা হয়েছে। রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে আদালতে হাজির করা হয়। এ ঘটনায় পুলিশ রিমান্ড চাইবে না বলে জানা গেছে।
এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা হয়। এ মামলায় প্রথম আলো’র সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়াও আসামিদের মধ্যে সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের রাখা হয়েছে।
র আগে বুধবার (২৯ মার্চ) সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামের একজন বাদী হয়ে ডিএমপির তেজগাঁও থানায় সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।