১৫ মার্চ ২০২৩, ২২:১১

প্রেমিকার অভিমান ভাঙাতে কলেজ ফটকে ‘প্লিজ কাম ব্যাক’ লিখলেন প্রেমিক

  © সংগৃহীত

জামালপুরের মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজ গেটের সামনে ফেস্টুন ও রাস্তায় অংকনের মাধ্যমে দুঃখ প্রকাশ করে প্রেমিকাকে তার জীবনে ফিরে আসার আহবান জানিয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

মঙ্গলবার রাতে কোন এক প্রেমিক মেলান্দহের জাহানারা লতিফ মহিলা কলেজ ও তার পাশেই মেলান্দহ কারিগরি মহিলা কলেজে গেটের সামনে তিনটি ফেস্টুন টাঙিয়েছেন।

বুধবার বিকালে জাহানারা লতিফ মহিলা কলেজে গিয়ে দেখা যায়, কলেজের সাইনবোর্ডের উপরে গাছের সঙ্গে টানানো হয়েছে ফেস্টুন। এতে লেখা হয়েছে "SORRY SORRY (সরি সরি)" পাশেই রাস্তায় দুঃখ প্রকাশের প্রতীকী চিহ্ন অংকন করেও লেখা হয়েছে "Sorry (সরি)"। এ কলেজের পাশেই মেলান্দহ কারিগরি মহিলা কলেজ তার সাইনবোর্ডের পাশে বড় একটি গাছেও টাঙানো হয়েছে দুইটি ফেস্টুন।

এতে লেখা হয়েছে, " Please Come Back to my life, I Love You (প্লিজ কাম ব্যাক টু মাই লাইফ, আই লাভ ইউ)"। অপরটিতে লেখা হয়েছে I Miss You Everyday, I miss you Every Time (আই মিস ইউ ইভরিডে, আই মিস ইস ইভরি টাইম) "।

এমন ব্যতিক্রমী কাণ্ডে অবাক সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ। কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, এ ধরনের ঘটনা আগে কখনো তাঁরা দেখেননি। তাঁদের ধারণা, প্রেমিকা হয়তো ওই কলেজেই পড়েন। সেই জন্য ওই কলেজের গেটের সামনে ফেস্টুন টাঙিয়েছেন প্রেমিক, যাতে প্রেমিকার নজরে পড়ে আর তাঁদের অভিমানের পালার অবসান ঘটে।

ওই কলেজের অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম বলেন, ফেস্টুনে লেখা দেখে বোঝা যাচ্ছে, হয়তো দুজনের মধ্যে অভিমান চলছে। অভিমান ভাঙাতেই হয়তো এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এর প্রভাব পড়তে পারে। তাই সব ফেস্টুন খুলে ফেলা হবে।