পলিটেকনিক ছাত্রীকে স্কুটি উপহার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এক ছাত্রীকে একটি স্কুটি উপহার দেন স্বরাষ্ট্রমন্ত্রী
এক ছাত্রীকে একটি স্কুটি উপহার দেন স্বরাষ্ট্রমন্ত্রী  © সংগৃহীত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীকে একটি স্কুটি (বাইক) উপহার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (১০ মার্চ) রাজধানীর মণিপুরিপাড়ায় নিজ বাড়িতে ওই ছাত্রীকে স্কুটি উপহার দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি জানান, শিক্ষা সহজীকরণ ও শিক্ষা বিস্তারে রাজধানীর মণিপুরিপাড়ার নিজ বাড়িতে শিক্ষার্থীদের মাঝে বাইক (স্কুটি) কিনে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাছাড়া নিজ এলাকার নেতাকর্মীদের বাইক কিনে দেন তিনি।

আরও পড়ুন: এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে জিপিএ-৫ পেলেন ৩৩৫ জন, পাস ৪১৯

স্কুটি উপহার পেয়ে উৎফুল্ল শ্রাবনী আক্তার বলেন, এখন থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়ত অনেক সহজ হয়ে যাবে। মন্ত্রীর এ উপহার পেয়ে আমি অত্যন্ত খুশি।

জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এ পর্যন্ত ১১টি বাইক উপহার দেন। এছাড়া, নিজ এলাকায় শিক্ষা বিস্তারে নতুন স্কুল-কলেজ ও লাইব্রেরি প্রতিষ্ঠার পাশাপাশি পুরনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংস্কার  করে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ সংবাদ