গুলিস্তানে বিস্ফোরণ: ভবন মালিকসহ ৩জন দুই দিনের রিমান্ডে
রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ তিন জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অভিযুক্তরা হলেন— ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর আপন দুই ভাই।
আরও পড়ুন: নার্সিংয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ মার্চ, পরীক্ষা ১৯ মে
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আব্দুল মাবুদ। ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাত তলা কুইন টাওয়ার ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় টাইগারদের
ভবনটিতে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির তিন তলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পর ভেতরে থাকা জিনিসপত্র ছিটকে বাইরে এসে পড়ে। বিস্ফোরণে ভবনটির পাশের কয়েকটি ভবন ছাড়াও ভবনের উল্টো দিকে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।