বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ, একদিন পর শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার
নীলফামারীতে ধানখেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজর একদিন পর শাহরিয়ার শিহাব (১২) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে জেলা সদরের বাইপাস সড়কের সরকারের মোড় এলাকার একটি বোরো ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাইপাস রোড এলাকার এরশাদুল হকের ছেলে ও শহরের নীলফামারী ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: এক লাখ টাকা বেতনে প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন শেষ ৮ মার্চ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় টিভি মেকানিক হোসেন আলী তার জমিতে পানি দেওয়ার সময় মরদেহটি দেখতে পান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম বলেন, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে রাত ১১ টায় শিহাবের মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
এর আগে শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ধানখেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় শিহাব। ঘটনার পর আত্মীয়-স্বজনরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান না পাওয়ায় সকালে সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা এরশাদুল।