যুগোপযোগী শিক্ষার সকল ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী: এমপি শাওন

নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠানে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি
নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠানে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি  © টিডিসি ফটো

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করে গড়ে তোলার পদক্ষেপ হাতে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে আজ আধুনিক শিক্ষা গ্রহণ করতে পারছি।  

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) লালমোহন হাজী মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় একাদশ শ্রেণির নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আরও পড়ুন: ঢাবির বাসে শিক্ষার্থীকে মারধর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সবসময় সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। সারাদেশে আজ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

কলেজ গভর্নিং কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই- লাহী চৌধুরী, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, সহকারী কমিশনার ভুমি এমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন সার্কেল অফিসার জহিরুল ইসলাম হাওলাদার, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় নবীন ও প্রবীন শিক্ষার্থী ও অভিভাবকরা।


সর্বশেষ সংবাদ