২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৩

৩৭ বছরের পুরনো দৈনিক দিনকাল আজ থেকে প্রকাশনা বন্ধ

দৈনিক দিনকাল আজ থেকে প্রকাশনা বন্ধ  © সংগৃহীত

বাংলাদেশের বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রকাশনায় চলা ৩৭ বছরের পুরনো দৈনিক দিনকাল প্রকাশনা আজ থেকে বন্ধ ঘোষণা। রোববার বাংলাদেশ প্রেস কাউন্সিল ঢাকা জেলা প্রশাসন কর্তৃক বিরোধী সমর্থক পত্রিকা দৈনিক দিনকালের ঘোষণা বাতিলের বিরুদ্ধে একটি আপিল প্রত্যাখ্যান করেছে, যার ফলে এটির প্রকাশনা আবার স্থগিত করা হয়েছে।

দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, প্রেস কাউন্সিলের আপিল বোর্ড জেলা প্রশাসনের আদেশ বহাল রাখায় আমরা দৈনিকটি প্রকাশ করব না। 

তিনি বলেন, দৈনিকটির কর্তৃপক্ষ শিগগিরই প্রকাশনা পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। 

গত ২৬ ডিসেম্বর ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান পত্রিকাটির প্রকাশনা বাতিলের অফিস আদেশ জারি করে। পরে দিনকাল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ প্রেস কাউন্সিলে আপিল করেছিল। এ আবেদনের কয়েক দফা শুনানির পর প্রেস কাউন্সিল রোববার এ রায় দেয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনকাল পত্রিকার ডিক্লারেশন ও মুদ্রনের ঘোষণাপত্র বাতিলের নিন্দা জানিয়ে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ বিবৃতি দিয়েছে। মহাসচিব অভিযোগ করেন, “বর্তমান নিশিরাতের সরকারের অধীনে গণমাধ্যমের যে কোনো স্বাধীনতা নেই তা আবারও প্রমাণিত হল। দৈনিক দিনকাল পত্রিকাটি দীর্ঘদিন ধরে বিরোধী দলের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখছে।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তল্লাশি

বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন বিষয়ে সত্য সংবাদ দ্বিধাহীনভাবে প্রকাশ করায় দৈনিক দিনকাল সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার। লাখ লাখ মানুষের কণ্ঠস্বর দৈনিক দিনকাল বন্ধের ফলে পত্রিকাটিতে কর্মরত হাজারো সাংবাদিক-কর্মকর্তা-ও কর্মচারী বেকার হয়ে পড়বেন।

প্রায় ৩৪ বছর আগে প্রকাশনা শুরু হওয়া দৈনিক দিনকালের মুল প্রকাশক ছিলেন বিএনপিরই একজন নেতা মাজেদুর রহমান। পরে ২০০২ সালের ১৬ই এপ্রিল পত্রিকাটির প্রকাশক ও মুদ্রাকরের দায়িত্ব নিয়েছিলেন তারেক রহমান।