কিস্তির টাকা দিতে গিয়ে মোটরসাইকেল চাপায় নারীর মৃত্যু

ভোলা সদর হাসপাতাল
ভোলা সদর হাসপাতাল  © সংগৃহীত

ভোলায় এক এনজিও’র সাপ্তাহিক কিস্তির টাকা দিতে গিয়ে সড়কে মোটরসাইকেলের চাপায় জয়তুল বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এসময় ভোলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশি পাল জানান, ওই নারী মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত ছিল। জরুরি বিভাগেই তিনি মারা গেছেন। জয়তুল বেগম ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কুলসুমবাগ গ্রামের ঢাড়ী বাড়ির মো. সুজন আলীর স্ত্রী।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশনার পর ক্যাম্পাস ছাড়লেন অন্তরা-তাবাসসুম

এ ঘটনায় ওই গ্রামের ইউপি সদস্য মো. জামাল হোসেন জানান, আজ দুপুরের দিকে জয়তুল বেগম তাদের বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে সমিতির সাপ্তাহিক কিস্তির টাকা দিতে রওনা করেন। পরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা একটি  মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই নারী গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ