বইমেলায় আদর্শকে স্টল দিতে সমস্যা কী, জানতে চান হাইকোর্ট

আদর্শ প্রকাশনী
আদর্শ প্রকাশনী  © ফাইল ছবি

অমর একুশে বই মেলায় আদর্শ প্রকাশনীকে স্টল দিতে সমস্যা কি, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিকে এ প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে। বিকেল ৩টার মধ্যে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবীর লিটনের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ প্রশ্নের জবাব জানাতে বলেছেন।

পরে এ বিষয়ে আদেশ দেবেন সর্বোচ্চ আদালত। তিনটি বই বাদ দিলে কেন স্টল দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। গত ২ ফেব্রুয়ারি আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকার মো. মাহবুবুর রহমান রিট দায়ের করেন। রিটে স্টল বরাদ্দ না দেয়া কেন অবৈধ ঘোষণা হবেনা, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়।

দ্রুত স্টল বরাদ্দ দিতে নির্দেশনাও চাওয়া হয়েছে। রিটে বলা হয়েছে, শুধু একটি বইয়ের জন্য পুরো প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। অথচ বইটি ব্যান্ড বা ব্ল্যাক লিস্টের নয়।

আরও বলা হয়েছে, এমন সিদ্ধান্তের বাংলা একাডেমি আইনে কোন বৈধতা নেই। একাডেমি থেকে যে নীতিমালা করা হয়, তারও ব্যত্যয় ঘটিয়েছে বাংলা একাডেমি। এমন সিদ্ধান্ত সংবিধানের বাক স্বাধীনতার বিরোধী।


সর্বশেষ সংবাদ