০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৫

ছাত্রশিবিরের ২১ নেতাকর্মী গ্রেপ্তার

ছাত্রশিবিরের ২১ নেতাকর্মী গ্রেপ্তার   © সংগৃহীত

কিশোরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল শেষে বাড়ি ফেরার সময় নাশকতার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার হোসেনপুর রোডের প্যাড়াভাঙ্গা ও নতুন জেলখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

কিশোরগঞ্জ সদর ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এ বিষয়‌টি নি‌শ্চিত করেছেন। তিনি বলেন, শহরের সড়ক পথে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল অনুষ্ঠিত হয় আজ। তবে মিছিলের কোনও অনুমতি না থাকায় আমরা তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। একইসাথে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আজিজুল হক জানান, ছাত্রশিবিরের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে জেলা শাখার নেতাকর্মীরা নতুন জেলখানা মোড় এলাকায়  মিছিলের আয়োজন করেছিলেন। শান্তিপূর্ণ মিছিল শেষে বাড়ি ফেরার সময় নিরাপরাধ ২১ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ।