ফের দাম বাড়লো এলপিজির
জানুয়ারিতে দাম কমলেও চলতি মাসে ফের বাড়লো এলপিজির দাম। তেলের বাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্বাভাবিক হয়ে ওঠায় এবং একইসাথে ডলারের সংকটের মধ্যে ওঠানামা করছে এলপিজির দাম। অস্থিতিশীল বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১২৪ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: চবির চারুকলার ছাত্র হোস্টেল থেকে ছাত্রী আটক, গাঁজা উদ্ধার
এলপিজির দামের সাথে সাথে অটোগ্যাসের দামও বেড়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে নির্ধারিত নতুন দাম। নতুন দাম অনুযায়ী যেখানে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৩২ টাকা, এখন তা বেড়ে হল ১ হাজার ৪৯৮ টাকা। এছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।
বিস্তারিত আসছে...