আইজিপির চাকরির মেয়াদ বাড়ল দেড় বছর

আইজিপি আবদুল্লাহ আল-মামুন
আইজিপি আবদুল্লাহ আল-মামুন  © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হিসেবে আবদুল্লাহ আল-মামুনের চুক্তির মেয়াদ আরও দেড় বছর বৃদ্ধি করেছে সরকার। সোমবার (৯ জানুয়ারি) জনপ্রশসান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হন অষ্টম বিসিএসের কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন।

আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি র‍্যাবের মহাপরিচালক, পুলিশ সদরদপ্তরের ডিআইজি (প্রশাসন), ঢাকা রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, সিআইডি প্রধানসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

 


সর্বশেষ সংবাদ