স্লো ইভিএমে রাতেও চলছে রসিক নির্বাচনের ভোটগ্রহণ
রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে এখনো ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কখন এই ভোটগ্রহণ শেষ হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।
এবিষয়ে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ইভিএমে ধীর গতির কারণে ভোটগ্রহণে সময় লাগছে।
এদিকে, যেসব কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সেগুলোতে চলছে গণনা। এখন পর্যন্ত ১০ টি ভোট কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। এতে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ টি কেন্দ্রে লাঙ্গল প্রতীকে মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৬৭৮০ ভোট। দ্বিতীয় অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন। হাতি প্রতীকে তিনি পেয়েছেন ১৩০৮ ভোট। তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬৩৩ ভোট।
সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকও হয়েছে।