২৬ ডিসেম্বর ২০২২, ১০:২৬

শুরুতে চার ঘণ্টা চলবে মেট্রোরেল, থামবে না মাঝ স্টেশনে

একদিন পরেই চালু হচ্ছে মেট্রোরেল  © সংগৃহীত

অবশেষ চালু হচ্ছে ঢাকার প্রথম স্বপ্নের মেট্রোরেল। বুধবার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে আগারগাঁও আসবেন প্রধানমন্ত্রী।

তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, শুরুতে মেট্রোরেল চলবে দিনে চার ঘণ্টা (সকাল ৮ থেকে দুপুর ১২টা) পর্যন্ত। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলার সময় ট্রেনগুলো মাঝপথে কোথাও থামবে না।  

আরও পড়ুন: ১০ বিয়ে করে ৭১ লাখ টাকার মালিক মরজিনা!

ডিএমটিসিএল সূত্র জানায়, আপাতত সপ্তাহে একদিন মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেলের চলাচল। ধীরে ধীরে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রেন সংখ্যা বাড়ানো হবে।

দিনে চার ঘণ্টা করে ট্রেন চালানোর কারণ জানতে চাইলে ডিএমটিসিএলের কর্মকর্তারা বলছেন, মেট্রোরেলে জনবল নিয়োগ ও ট্রেন পরিচালনায় যুক্ত সবার প্রশিক্ষণওঅএখনও সম্পন্ন হয়নি। এছাড়াও ট্রেনগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিচালিত হবে বলে যাত্রী নিয়ে এর চলাচল কিছুদিন দেখতে চায় কর্তৃপক্ষ। যদিও তিন থেকে পাঁচ মিনিট অন্তর ট্রেন ছাড়ার জন্য অন্তত ১২টি ট্রেন চালানোর জন্য প্রস্তুত আছে।