২০ ডিসেম্বর ২০২২, ০৮:৪৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী পটচিত্র কর্মশালা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে পটচিত্র কর্মশালা  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে ২ দিনব্যাপী পটচিত্র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবি ও সোমবার যথাক্রমে ১৮ ও ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে অধ্যাপক ড. তপন কুমার সরকারের তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পটচিত্র শিল্পী নিখিল চন্দ্র দাস।

আরও পড়ুন: অনলাইন গণমাধ্যম বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয়: পুলিশ সুপার

দুইদিনব্যাপী কর্মশালায় চারুকলা বিভাগের শিক্ষার্থীদের পটচিত্র সম্পর্কে ধারণা প্রদান করা হয়। সোমবার বিকেলে শিক্ষার্থীদের অঙ্কিত পটচিত্র প্রদর্শনী ও সনদ বিতরণের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়। 

অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন, প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য হলো পটচিত্র। কাপড় বা পটে আঁকা বিভিন্ন চিত্র প্রাচীনকাল থেকেই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল। শিক্ষার্থীদের পটচিত্র সম্পর্কে ধারণা এবং পটচিত্র আঁকার কলাকৌশল জানাতেই এই কর্মশালার আয়োজন।