ব্যাংক লুটেরাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলা যায় না: মফিদুল হক
মুক্তিযুদ্ধের মূল্যবোধের কথা বলে কেউ ব্যাংক লুটে শামিল হতে পারে না বলে উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধের কথা বলে কেউ যদি ব্যাংক লুটে শামিল হয়ে যায়, তাদের কখনোই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলা যায় না।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মফিদুল হক। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের উদ্বোধন হয়।
মফিদুল হক বলেন, লুটপাট যারা করছেন, তাদের অবশ্যই চিহ্নিত এবং প্রতিহত করতে হবে। তারা যেন কোনোভাবে রাজনীতির ছত্রচ্ছায়ায় তাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না পান।
‘‘কারণ, অর্থনীতির এ অর্জনের পেছনে বহু মানুষের ভূমিকা আছে, দক্ষতার ছাপ আছে। যাঁরা লুটপাটে মেতে উঠেছেন, তাঁদের আলাদা করতে হবে।’’
আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের যে উদ্যোগ শিক্ষার্থীদের দুর্ভোগ কমাবে
বিজয় উৎসব উদ্বোধন করেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ফেরদৌসী মজুমদার বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা রক্ষা করা আরও কঠিন। আমাদের তাই সব সময় সততার সঙ্গে পথ চলতে হবে, ভালো মানুষ হতে হবে। আসুন, আমরা ভালো মানুষ হই, আনন্দ করি আর যাঁরা চলে গেছেন, তাঁদের যেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জোটের জ্যেষ্ঠ সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহাম্মদ সামাদ, জোটের সহসভাপতি ঝুনা চৌধুরী, মীর বরকত, সহসাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ প্রমুখ।