মধ্যরাতে ইশরাকের বাসায় তল্লাশি, দারোয়ান আটক
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। অভিযানের পর দারোয়ানকে তুলে নিয়ে গিয়েছে। বিএনপি সূত্র এই অভিযোগ করেছে।
সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১টা থেকে রাত ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে ওই সময় ইশরাক কিংবা তার পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না।
আরও পড়ুন: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আটক
ইশরাকদের পারিবারিক গাড়িচালক হাজী আব্দুর রশিদ বলেন, রাত দেড়টার দিকে ডিবি পুলিশ গেটে ভাঙচুর চালিয়ে উপরে উঠে। খুলে নেয় সিসি ক্যামেরার সার্ভার ও সিপিইউ। তবে তখন বাসার দেখভালের দায়িত্ব থাকা চার জন ছাড়া আর কেউ ছিলেন না। যাওয়ার সময় পঞ্চাশোর্ধ বাসার দারোয়ান মো. মোহসীনকে তুলে নিয়ে যায়।
এর আগে বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, খবর পেয়েছি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের গোপীবাগের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করতে প্রবেশ করেছেন।
এ বিষয়ে পুলিশের কাছ থেকে কিছুই জানানো হয়নি। গত ৫ ডিসেম্বর এক মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর আরও একটি মামলা হয় তার বিরুদ্ধে।