জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার
আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। তবে কি অভিযোগে তাকে আটক করা হয়েছে সেটা জানা যায়নি।
আরও পড়ুন: ছাত্রলীগের কমিটিতে থাকা ‘ছাত্রদল নেতাকে’ বহিষ্কার
শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছরতিনেক আগে। রাজধানীর একটি মিলনায়তনে দলের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মা’ছুম তাঁকে শপথবাক্য পাঠ করান।
জামায়েতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমীরে জামায়াত কে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে।
বাঁশের কেল্লা ওয়েবসাইটে তাকে গ্রেপ্তারের অভিযোগ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার পর ব্যাপকভাবে আলোচনাায় আসে এই বাঁশেরকেল্লা ওয়েবসাইট।
শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।