১২ ডিসেম্বর ২০২২, ১৭:৪৯

বিচারকের সই-সিল জালিয়াতি করে গ্রেফতার ছাত্রলীগ নেতা

  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সই ও সিল জালিয়াতির মামলায় গ্রেফতার হয়েছেন এক ছাত্রলীগ নেতা। ইশতিয়াক আহমেদ বাপ্পি (২৯) নামের ওই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১২ ডিসেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাসে যেতে সময় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

গ্রেফতার ইশতিয়াক আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সরাইল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ইশতিয়াক।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান।

তিনি বলেন, আদালতের কাগজপত্র জালিয়াতির অভিযোগে এক আইনজীবী আদালতে মামলা করেন। ওই মামলায় সকালে নিজ বাড়ি থেকে বাপ্পিকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।