বিএনপিকে রুখে দেওয়ার শপথ কলেজ অধ্যক্ষের

শপথবাক্য পাঠ করছেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস
শপথবাক্য পাঠ করছেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস  © সংগৃহীত

বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও কর্মসূচি রুখে দেওয়ার জন্য জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী ও শহীদ রাজু স্মৃতি সংসদের নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করিয়েছেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস।

শনিবার (৩ ডিসেম্বর) ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্ব দলীয় ছাত্র ঐক্যের মিছিলে পুলিশের গুলিতে প্রাণ দেওয়া শহীদ রাজুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শপথবাক্য পড়ান অধ্যক্ষ।

শপথবাক্যে বলা হয়, ‘৯০ এর স্বৈরাচার এরশাদ সরকারের পতনের জন্য শহীদ জিয়াউর রহমান রাজু যেভাবে বুকের তাজা রক্ত দিয়েছে প্রয়োজনে মৌলবাদী জঙ্গিগোষ্ঠী বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও আবারও বুকের তাজা রক্ত দিয়ে রুখতে হবে।’

আরও পড়ুন : স্কুল থেকে ৫৩ হাজার টাকা ঘুষ নিলেন শিক্ষা কর্মকর্তা

এদিকে নির্দিষ্ট রাজনৈতিক  দলের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের শপথবাক্য পাঠ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। এঘটনার প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

চাঁদপুর জেলা ছাত্রদল নেতা জিয়া সোহাগ লিখেছেন, ‘চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নাকি কোনও দলের অধ্যক্ষ? আপনি বিএনপিকে রুখতে আসবেন না। তার পরিমাণ ভালো হবে না। বিএনপিকে জড়িয়ে এ ধরনের বক্তব্য দেওয়ায় চাঁদপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে অধ্যক্ষ অসিত বরণ দাস সাংবাদিকদের বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমাদের কলেজছাত্র জিয়াউর রহমান রাজু শহীদ হন।এ উপলক্ষে শহীদ রাজু স্মৃতি সংসদের নেতৃবৃন্দের শপথবাক্য তাদের অনুরোধে পাঠ করিয়েছি। এটি আমার নিজের নয়। তবে ওই শপথবাক্যের সঙ্গে আমি একমত।’

তিনি আরও বলেন, ‘এখানে বিএনপি শব্দটা থাকার কথা না। কারণ, বিএনপিও স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছে। তারপরও যদি ওই শপথবাক্যে বিএনপি নাম এসে থাকে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

 


সর্বশেষ সংবাদ