এসএসসিতে ফল খারাপ হওয়ায় স্যাভলন খেয়ে আত্মহত্যা
ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় সন্তোষজনক জিপিএ না পাওয়ায় স্যাভলন খেয়ে আত্মহত্যা করেছে প্রমা দত্ত নিঝুম নামে এক শিক্ষার্থী। সে বাঁশিয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নির্মল চন্দ্রের মেয়ে ও স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এসএসসির ফলাফল ঘোষণা হলে নিঝুম বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৬৭ প্রাপ্ত হয়। কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় সে বিষণ্ণ হয়ে পড়ে। বিকেলের দিকে পরিবারের সদস্যদের অগোচরে স্যাভলন খেয়ে অসুস্থ হয়ে যায়।পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় কাউন্সিলর আলফাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।