এসএসসি পরীক্ষার ফল যে ওয়েবসাইটে দেখবেন
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দুপুর ১২টা থেকে নির্দিষ্ট ওয়েবসািইটে এ ফলাফল জানা যাচ্ছে। এ ছাড়া মোবাইল ফোনের এসএমএস এবং শিক্ষাবোর্ড ও বিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে।
ওয়েবসাইটে ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। এই ওয়েবসাইটের (https://eboardresults.com/v2/home) মাধ্যমে পরীক্ষার্থী বিস্তারিত ফলাফল জানতে পারবেন।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনের এসএমএসে প্রতি বছরের ন্যায় ফল জানতে পারবে শিক্ষার্থীরা। মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।