আর্জেন্টিনার গোল উদযাপন করতে গিয়ে হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে আর্জেন্টিনার জয়ে উচ্ছাস প্রকাশ করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীম মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) রাত ২টার দিকে ফুটবল বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে গোল করার পর উপজেলার কলুংকা গ্রামে এ ঘটনা ঘটে। শামীম মিয়া উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা গ্রামের তাহের উদ্দিনের ছেলে।
জানা গেছে, নিহত শামীম মিয়া আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। শনিবার রাতে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ দেখছিলেন। খেলায় আর্জেন্টিনা গোল করলে চরম খুশি হন শামীম। এ সময় উচ্ছাস প্রকাশ করতে গিয়ে তার হার্ট অ্যাটাক হয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামীমের বাবা তাহের উদ্দিন বলেন, শামীমের হার্টের সমস্যা রয়েছে। এর আগেও তার দুবার হার্ট অ্যাটাক হয়। তবে গত রাতে আর্জেন্টিনা গোল দেওয়ায় সবার সঙ্গে সেও চিৎকার দেয়। এ সময় সে হার্ট অ্যাটাক করে। পরে উপস্থিত লোকজন তাকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, শামীমের আগে থেকেই হার্টে সমস্যা ছিল। স্বাভাবিক মৃত্যু হওয়ায় থানায় খবর দেওয়া হয়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।