আওয়ামী লীগ নেতার ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, আটক ২

আটক
আটক   © প্রতিকী ছবি

ঝিনাইদহে ভুল চিকিৎসায় ইসরাত জাহান মাহেরা নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে জেলার ডাকবাংলা ত্রিমোণী এলাকায় এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় ক্লিনিক মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদ মুন্সি ও ভুয়া চিকিৎসক আবদুল্লাহকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

শিশু মাহেরা উপজেলার বাতপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার মেয়ে।

পুলিশ ও শিশুর পরিবার বলছে, বিকেলে পেটে ব্যথা নিয়ে ডাকবাংলা ইসলামী প্রাইভেট হাসপাতালে শিশু মাহেরাকে নিয়ে যান তার অভিভাবকেরা। সে সময় হাসপাতালে থাকা এক নার্স শিশুর শরীরে কয়েকটি ইনজেকশন দেয়। এরপর থেকে তার শারীরিক অবস্থা খারাপ হলে রাতে সে মারা যায়। এ ঘটনায় শিশুটির স্বজনেরা তাৎক্ষণিক হাসপাতালটি ভাঙচুর করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্লিনিক মালিক সাইদ মুন্সী ও ডাক্তার আব্দুল্লাহকে আটক করা হয়েছে। এ ছাড়া পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ