২৪ নভেম্বর ২০২২, ০৯:২১
ঢাকার ধামরাইয়ে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল সহপাঠীরা
ঢাকার ধামরাইয়ে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল সহপাঠীরা। এসময় বিয়ের আসর ফেলে পালিয়ে গেছেন বর ও বরযাত্রীরা।
বুধবার (২৩ নভেম্বর) উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সহপাঠীরা জানায়, দুপুরে স্কুল থেকে ডেকে এনে পরিবারের সদস্যরা দশম শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক বিয়ে দিতে চাইলে সহপাঠীরা হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়। এসময় বিয়ের শেরোয়ানি, মাথার পাগড়ি খুলে বিয়ের আসরে ফেলে পালিয়ে যান বর ও বরযাত্রীরা।
আরও পড়ুন: এনজিওতে বিশাল নিয়োগ, নেবে ১৫৪০ কর্মী।
পালিয়ে যাওয়া পাত্র বালিয়া ইউনিয়নের আদর্শ গ্রামের ইয়াছিন আলীর ছেলে পোশাক শ্রমিক মো. আলামিন হোসেন।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মো. আরিফ হোসেন বলেন, বাল্যবিয়ে সমাজের অভিশাপ। কোনোভাবেই আমার ইউনিয়নে বাল্যবিয়ে হতে দেব না। যে কোনোভাবেই হোক বাল্যবিয়ে বন্ধ করা হবে।