২৩ নভেম্বর ২০২২, ১৭:৪১

চট্টগ্রামেও হবে মেট্রোরেল, প্রাথমিক সমীক্ষার জন্য ৭০ কোটি টাকার প্রকল্প

মেট্রোরেল  © সংগৃহীত

ঢাকার পর বন্দরনগরী চট্টগ্রামেও মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা করেছে সরকার।  চট্টগ্রামে মেট্রোরেল চালু করার আগে প্রাথমিক সমীক্ষা পরিচালনার জন্য ৭০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

আরও পড়ুন : মেডিকেল পড়ুয়া নাতনির পরিকল্পনায় নানাকে হত্যা

‘ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রানজিট কনস্ট্রাকশন ফর চিটাগাং মেট্রোপলিটন এরিয়া’ শীর্ষক এই প্রকল্প শুরুর সময় ধরা হয়েছে ২০২২ সালের অক্টোবর, যা শেষ হবে ২০২৫ সালের মার্চে।

প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। ৭০ কোটি টাকার এই প্রকল্পে কোরিয়ার সাহায্য সংস্থা কইকা দেবে ৫৭ কোটি টাকা। চট্টগ্রাম শহর এলাকার জন্য পরিবহনব্যবস্থার একটি মহাপরিকল্পনা করা, মেট্রো সিস্টেম চালু করা ও ট্রাফিকব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্পেরআওতায় প্রাথমিক সমীক্ষা করা করা হবে।