রাজধানীতে বাসচাপায় স্কুলছাত্র নিহত

লাশ
লাশ  © প্রতিকী ছবি

রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় স্বাধীন বাসের ধাক্কায় মো. হৃদয় (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর)  দুপুর ১২টার দিকে মিরপুরের সেনপাড়ায় আল হেলাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।

নিহত হৃদয় মিরপুর আদর্শ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সে মিরপুরের কাজীপাড়া এলাকার বাসিন্দা। পড়ালেখার পাশাপাশি বাবার চায়ের দোকানে কাজ করতো সে।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়েও আবাসন সঙ্কট রয়েছে: উপাচার্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা নাগাদ বাবার চায়ের দোকান বন্ধ করে বন্ধুর বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন হৃদয়। একপাশে বাস আরেক পাশে সিএনজি অটোরিকশাকে পাশ কাটিয়ে কিছুটা দিশেহারা হয়েই মোটরসাইকেল থেকে পড়ে যায় হৃদয়। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে আসা স্বাধীন পরিবহন তাকে চাপা দেয়। এ সময় আহত হয় পেছনে থাকা তার বন্ধু।

এ প্রসঙ্গে এসআই জহিরুল ইসলাম জানান, সোমবার (২২ নভেম্বর) আনুমানিক সাড়ে ১২টার দিকে সেনপাড়া পর্বতা আল হেলাল হাসপাতালের সামনে স্বাধীন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলিয়ে গেছে।

তিনি জানান, হৃদয়ের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ