২২ নভেম্বর ২০২২, ১৩:১৬

পদ্মা ও মেঘনা নামেই হচ্ছে নতুন দুই বিভাগ

লোগো  © সংগৃহীত

অবশেষে দেশের প্রধান দুই নদী ‘পদ্মা’ ও ’মেঘনা’ নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগের নাম নির্ধারণ করে প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আগামী রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের প্রস্তাব উঠছে বলে জানা গেছে।

সূত্র হতে জানা যায়, বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠন করতে যাচ্ছে সরকার।

আরও পড়ুন: মনিটরিং অফিসার নিয়োগ দেবে বিজিএস, বেতন ৫৫ হাজার।

বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

এর আগে বৃহত্তর ফরিদপুরের জেলাগুলো নিয়ে একটি এবং ‘মেঘনা’ নামে বৃহত্তর কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে আরেকটি নতুন বিভাগ হবে—এমন ঘোষণা দিয়েছিলেন সরকারের নীতিনির্ধারকেরা।

নতুন বিভাগ করার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে দেশে প্রশাসনিক বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টি।