দুই দিনের নবজাতককে চারবার বিক্রি
রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকেন দিনমজুর মো. রহিদুল ইসলাম (৪০) । গত ১০ নভেম্বর রাজশাহী নগরীর লক্ষ্মীপুরের কেয়ার নার্সিং হোমে একটি কন্যা শিশুর জন্ম দেন তার স্ত্রী জান্নাতুন খাতুন। কিন্তু হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে জন্ম নেওয়ার দুই দিনের মাথায় শিশুটিকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন বাবা রহিদুল।
জানা যায়, প্রথমে ওই ক্লিনিকের এক নার্স ২৪ হাজার টাকায় কিনে নেন দুইদিন আগে জন্ম নেওয়া শিশুটিকে।এরপর শিশুটিকে ৩০ হাজার টাকায় তরিকুল আহসান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন তিনি। তরিকুল শিশুটিকে বিক্রি করেন গোলাম শাহিনুরের কাছে। কিন্তু শিশুটির বৈধ্য কাগজপত্র না থাকায় শাহিনুর তাকে ফিরিয়ে দেন। পরে তরিকুল গোদাগাড়ীর কাঁকনহাটে এক নারীর কাছে বিক্রি করেন নবজাতককে। ওই নারী শিশুটিকে নিয়ে তানোরে চলে যান।
রহিদুলের স্ত্রী জান্নাতুল খাতুন জানান, সন্তানের কথা জিজ্ঞেস করলে রহিদুল বলতো অসুস্থ তাই হাসপাতালে ভর্তি আছে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। গত তিনদিন আগে হঠাৎ বলে মেয়ে মারা গেছে। বিষয়টি নিয়ে সন্দেহ হয়। নিজেদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে এলাকার মানুষ জেনে যায়। সবাই মিলে রহিদুলকে চাপ দিলে পুরো বিষয়টা সে খুলে বলে। পরে আমরা রাজপাড়া থানায় এসে পুলিশকে বিস্তারিত জানাই।
এঘটনায় রাজশাহীর তানোর এলাকায় অভিযান চালিয়ে রোবাবর (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে শিশুটিকে উদ্ধার করে রাজপাড়া থানা পুলিশ। একইসঙ্গে নবজাতক ক্রয়-বিক্রয়ে জড়িতে বাবা রহিদুল এবং অন্যদের হেফাজতে নিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর থানা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রফিকুল আলম জানান, শিশুটি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।