ফেনীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন, প্রধান অতিথি জেলা প্রশাসক

ফেনীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা
ফেনীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা  © টিডিসি ফটো

ফেনীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এবং ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা  হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বাবু শুসেন চন্দ্র শীল, ও অনুষ্ঠানের সভাপতি ফেনী সদর উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ আনোয়ার হোসাইন পাটোয়ারীর উপস্থিতিতে মেলার উদ্বোধন করা হয়।

এতে অতিথিরা ছাত্র-ছাত্রীদের মেলা নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। এই মেলা ঘিরে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা নানান ধরনের প্রজেক্ট নিয়ে ক্যাম্পেইন করেছেন।

আরও পড়ুন: ফারদিন হত্যায় ১৫ জন, মরদেহ সরানো হয় প্রাইভেট কারে

এছাড়া ফেনী সরকারি কলেজ, জয়নাল হাজারী কলেজ, ফালাহিয়া মাদ্রাসা, ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়, ফেনী সিটি কলেজ, ফেনী কম্পিউটার ইনস্টিউট,ফেনী শিশু নিকেতন কালেক্টর স্কুল, ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলায় অংশগ্রহণ করে।


সর্বশেষ সংবাদ