দুদকের চাকরিচ্যুত শরীফকে চাকরি দিতে চায় ৩৫ প্রতিষ্ঠান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০২:১৭ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২২, ০২:৪৯ PM
চাকরিচ্যুত আলোচিত দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিন গত নয় মাস ধরে সামলাচ্ছেন ভাইয়ের কনফেকশনারি (দোকান)। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করার পর চাকরি হারান তিনি। এবার চাকরিচ্যুত শরীফ উদ্দিনকে চাকরি দিতে চায় ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠান।
শরীফ উদ্দিন বলেন, বুধবার পর্যন্ত দেশের ৩৫টি বড় বড় কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে যে কোম্পানির মাধ্যমে দেশ ও মানুষের সেবায় কাজ করতে পারব সেই কোম্পানিতে যোগ দেব।
দুদকের সাবেক এ উপসহকারী পরিচালক বলেন, মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা কোনোভাবেই পরিশোধের নয়।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় লাশের মিছিল থামছে না
উল্লেখ্য, প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। সে সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ৬ কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। এ মামলার পরপর ওই বছরের ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এর আট মাসের মাথায় চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়। ৯ মাস চাকরি না থাকায় মানবেতর জীবন-যাপন করেন শরীফ। পরে এক মাস ধরে চট্টগ্রাম ষোলোশহর স্টেশনের প্ল্যাটফর্মে ভাইয়ের দোকানের ক্যাশিয়ার সামলাচ্ছেন তিনি।