পদ্মায় জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির কুমির
কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট এলাকায় সজল নামে এক জেলের মাছধরা জালে ঘড়িয়াল প্রজাতির কুমির ধরা পড়েছে।
বড় আকারের কোনো মাছ ভেবে তিনি কয়েকজনের সহায়তায় জাল টেনে তুলে দেখেন এটি কোনো মাছ নয়, বরং জীবন্ত এক কুমির।
আবুল কালাম আজাদ জানান, বিকালে অন্যান্য জেলেদের মতো তিনিও পদ্মা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ জালে বড় আকৃতির কিছুর উপস্থিতি টের পেয়ে প্রথমে ভেবেছিলাম এটি বড়সড় মাছ হবে। কিন্তু জাল টেনে তোলার পর দেখা যায় এটি বড় আকারের কুমির। পরে অন্যান্য জেলেদের সহযোগিতায় কুমিরটিকে ধরা হয়। কুমিরটিকে ধরার পর উপজেলা প্রশাসন ও বন বিভাগকে খবর দেয়া হয়।
আরও পড়ুন: বিজ্ঞান ও প্রযুক্তিতে ‘নাম সর্বস্ব’ বিশ্ববিদ্যালয় পবিপ্রবি
এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা জিএম মো.কবির জানান, এটি সম্ভাবত ঘড়িয়াল প্রজাতির কুমির। কুমিরটি লম্বায় ছয়ফুট ও চওড়ায় আড়াই ফুটের মতো। বাদামী রঙয়ের এই কুমিটির ওজন প্রায় ৩৫ কেজি।
তার ধারণা, গত বর্ষায় ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় এটি নদী দিয়ে এখানে এসে পৌঁছেছে। এর আগে এধরনের কোনো কুমির পদ্মায় দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যাই। পরে বন বিভাগ ও প্রশাসনের উপস্থিতিতে রাতেই কুমিরটিকে আবার পদ্মা নদীতেই অবমুক্ত করে দেয়া হয়।