০২ নভেম্বর ২০২২, ১১:১৩

কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় শ্রমিক দম্পতির মৃত্যু

নিহত স্বামী-স্ত্রী  © সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বাসচাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর। নিহতরা হলেন, ইসরাফিল হোসেন (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৫) দুজনই পোশাক কারখানার শ্রমিক। ইসরাফিল হোসেন ছিলেন কারখানাটির সুপারভাইজার এবং তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন কারখানা শ্রমিক।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

ইসরাফিল হোসেন শোলধন গ্রামের নান্নু মিয়ার ছেলে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা ও গোলড়া হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেন। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ধামরাইয়ের শোলধন গ্রামের নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে ইসরাফিল ও স্বপ্না আক্তার প্রতিদিনের মতো বুধবার সকালে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে পৌঁছানোর পরই ঢাকাগামী একটি দূরপাল্লার বাস তাদের বাইসাইকেলকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। তারা একই পোশাক কারখানায় কাজ করতেন।

আরও পড়ুন: ধর্ষণে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মামলায় শিক্ষক গ্রেপ্তার

গোলড়া হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম স্বামী-স্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।