তিনটি বৈশিষ্ট্য অর্জন করতে না পারলে শিক্ষা জীবন বৃথা: উপমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৮:৩২ AM , আপডেট: ৩১ অক্টোবর ২০২২, ০৮:৩৬ AM
দীর্ঘ শিক্ষাজীবন শেষেও যদি নির্দিষ্ট তিনটি বৈশিষ্ট্য অর্জন করা সম্ভব না হয় তাহলে সে শিক্ষাটা সত্যিকার অর্থে বৃথা বলে মনে করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রবিবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে প্রিমিয়ার ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে যে বিষয়টি শিক্ষার মাধ্যমে বিশেষ করে উচ্চশিক্ষার মাধ্যমে লাভ করি, সেটা হচ্ছে আমাদের মনোজাগতিক উন্নয়ন। এর জন্য দরকার, মনোজাগতিক পরিবর্তন, নৈতিকতার পরিবর্তন ও দৃষ্টিভঙ্গির উন্নয়ন। এই তিনটি বৈশিষ্ট্য আমাদের শিক্ষাজীবনে অর্জন করতে হবে।
গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে উপমন্ত্রী বলেন, ‘গ্র্যাজুয়েট যারা আজকের সমাবর্তনে উপস্থিত আছেন, সবার উদ্দেশে আমাদের নিবেদন হচ্ছে, আমরা দীর্ঘ শিক্ষাজীবন শেষেও সুনির্দিষ্ট পরিবর্তনগুলোকে গ্রহণ করে পুরো জীবনব্যাপী শিখে যাবো।
আরও পড়ুন: পাসের হার বৃদ্ধির পাশাপাশি বেকারত্বের হারও বাড়ছে: নওফেল
‘‘আমাদের বর্তমান শিক্ষার গুরুত্বপূর্ণ দর্শন হচ্ছে, লাইফ লং লার্নিং এবং লার্নিং হাউ টু লার্ন। বিশ্ববিদ্যালয়ের সনদ পেয়েছি বলেই অনেকের কর্মসংস্থান হয়েছে। কর্মরত অবস্থায় যাঁরা আছেন, তাদের কাজের উন্নয়নে, পেশার উন্নয়নে, বৃত্তির উন্নয়নে সার্বিকভাবে অনেক কিছু শিখতে হচ্ছে।’’
তিনি বলেন, ‘গ্র্যাজুয়েটদের প্রতি অনুরোধ থাকবে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করার দক্ষতা ও বৃত্তির সঙ্গে সম্পর্কিত নানা ধরনের প্রশিক্ষণ নেওয়ার মানসিকতা অর্জন করতে হবে। তা না হলে যেকোনও পেশায় আমরা যাই না কেন, যে কোনও বৃত্তিতেই যাই না কেন, জীবন ধারণ করা ও কর্ম সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে।’
উচ্চশিক্ষা নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, আমরা ইতোমধ্যেই তার সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োগ করতে যাচ্ছি। ক্রেডিটেশন কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে আমরা এই পলিসি বাস্তবায়ন করছি।