পিকআপভর্তি সরকারি বই উদ্ধার, আটক ২
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিভিন্ন শ্রেণির সরকারি বইসহ একটি পিকআপ জব্দ ও দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার হাজিরপাড়া আল আরাফাহ দারুল উলুম দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে মাদরাসা সুপার নুরুল আমিন পলাতক রয়েছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন- পিকআপচালক বিশাল ও ক্রেতা মোশারফ হোসেন।
স্থানীয়রা জানান, মাদরাসার সুপার নুরুল আমিন প্রতিবছর চাহিদার চেয়ে বেশি বই সংগ্রহ করেন। পরে এসব বই বিক্রি করে দেন তিনি। আজ বই বিক্রির সময় দুজনকে আটক করা হয়। এর আগেই পালিয়ে যান তিনি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, শনিবার দুপুরে সরকারি বই ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণে বইসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে।