২৭ অক্টোবর ২০২২, ১০:০১

কিউএস র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে কিউএস  © ইন্টারনেট

২০২৩ সালের জন্য বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস)। এতে বাংলাদেশের মাত্র দুটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর বাইরে দেশের সরকারি ও বেসরকারি আর কোনও বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পায়নি।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অব টরেন্টো, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া, ইউনিভার্সিটি অব এডিনবার্গ, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি অব সিডনি, ইউনিভার্সিটি অব টোকিও, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, ইয়েলে ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব অকল্যান্ড।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং কোয়াকোয়ারেলি সাইমন্ডস’র প্রকাশিত বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ের একটি বার্ষিক প্রকাশনা। সাটেইনেবিলিটি বা স্বায়িত্বের ভিত্তিতে ২০২৩ সালের জন্য এ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের ঢাবি ৫৫০ থেকে ৬০০ এর মধ্যে ও বুয়েট ৬০০ এর পরে স্থান পেয়েছে।

আরো পড়ুন: কিউএস র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাবি, দ্বিতীয় বুয়েট

জানা গেছে, দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ৫৩টি। বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৯টি। এই ১৬২টির মধ্যে মাত্র দুটি আছে তালিকায়। সে হিসেবে দেশের অন্য ১৬২টি বিশ্ববিদ্যালয়ের নাম কোথাও নেই।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র‌্যাংকিং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে ‘সেরা বিশ্ববিদ্যালয়ের’ তালিকা প্রকাশ করছিল। ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। স্থায়িত্বের বৈশিষ্ট্যে প্রকাশিত এবারের এ তালিকায় দেশের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাড়া কোন বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়নি।