২৫ অক্টোবর ২০২২, ১৯:৫০
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মৃত্যু বেড়ে ৩৫
ঘূর্ণিঝড়ের সিত্রাংয়ের কবলে পড়ে সারা দেশে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে বালু তোলার ড্রেজার ডুবে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।
এছাড়া ভোলায় গাছচাপা পড়ে ও পানিতে ডুবে চারজনের প্রাণহানি হয়েছে। কুমিল্লায় গাছচাপা পড়ে বাবা, মা ও সন্তানের মৃত্যু হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলে ঝড়ের কবলে পড়ে মাইক্রোবাস দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক আসামির মৃত্যু হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বর্ষণ আর স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। মৃতদের সিংহভাগই গাছ ভেঙে পড়ে, দেয়াল ধসে এবং পানিতে ডুবে মৃত্যু হয়েছে।