ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার না করার অনুরোধ ডিএমপি’র

রাস্তায় জলাবদ্ধতা
রাস্তায় জলাবদ্ধতা  © প্রতিকী ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রবল বৃষ্টিপাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এজন্য খিলক্ষেত-উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নগরবাসীর সুবিধার্থে এ অনুরোধ জানায় ডিএমপি।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত-উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচলে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

রাজধানীর গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) রবিউল ইসলাম জানান, ঝড়ে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ পড়েছে। ইসিবি চত্বর, গুলশান-২ থেকে নতুন বাজার রুটে বড় গাছ পড়েছিল। সব অপসারণ করা হয়েছে। তবে জলাবদ্ধতার কারণে দুটি স্থানে এখনো যান চলাচল বিঘ্নিত রয়েছে। উত্তরা থেকে কুড়িল ফ্লাইওভার দিয়ে নামার সড়কে পানি জমেছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার অচল।

এছাড়া বিআরটি প্রকল্পের কারণে এ সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যাতে পানি জমে দুর্ভোগ বেড়েছে। তাই ভোগান্তি এড়াতে উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত পুরো সড়কেই ভোগান্তীতে পড়েছেন যাত্রীরা।


সর্বশেষ সংবাদ