নিবন্ধনধারীদের এক আবেদনে কোটাবিহীন নিয়োগের দাবি
একটি আবেদনেই কোটাবিহীন ব্যাচভিত্তিক নিয়োগ দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছেন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিবন্ধনধারীরা। এ জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি, এমনকি আত্মাহুতির হুমকি দিয়েছেন শিক্ষকরা। মঙ্গলবার (১৮ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।
আরো পড়ুন: পরীক্ষার প্রশ্নপত্রে স্থান পেল দেনমোহরে ১০১টি বই নেয়া সেই বিয়ের গল্প
সংবাদ সম্মেলনে নিয়োগপ্রত্যাশীদের সংগঠনের সাধারণ সম্পাদক জিএম ইয়াছিন লিখিত বক্তব্য পাঠ করেন। দাবি আদায় ১৩৬তম দিনের মতো গণঅনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা। গত ৫ জুন থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলছে।
নিবন্ধনধারীদের দাবির মধ্যেরয়েছে- চাকরিপ্রত্যাশীদের নিয়োগ না হওয়া পর্যন্ত নতুন পরীক্ষা বন্ধ রাখা এবং প্যানেলে ইনডেক্সধারীদের অন্তর্ভুক্ত করা যাবে না।