১৬ অক্টোবর ২০২২, ২৩:৫৫

উচ্চশিক্ষাকে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ   © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে উচ্চশিক্ষার ওপর জোর দিয়েছে। এ কারণেই দেশে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে।

শনিবার চট্টগ্রাম নগরীর একটি হোটেল চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অব টেকনোলজি-সিডনি (ইউটিএস) কোর্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। ইউটিএস কলেজের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স মারফি এবং বিইআরআই-এর প্রতিষ্ঠাতা ও সিইও ডা. আরিফ জুবেয়ার গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন।

ড. হাছান মাহমুদ বলেন,  যে কোর্সটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে, তা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ নিয়ে আসবে, তারা এখানে প্রথম বর্ষের কোর্স শেষ করে ডিপ্লোমাধারী হবে। এরপর তারা দুইবছর পড়ালেখা করে ব্যাচেলর ডিগ্রি পাবে। এতে করে শিক্ষার্থীদের খরচ অনেক কমবে।

চট্টগ্রাম একটি বাণিজ্যিক নগরী উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দর নগরী হওয়ায় ৯৩ শতাংশ রফতানি-আমদানি কার্যক্রম এই বন্দর দিয়ে হয়।