হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন আবু হেনা রনি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কন্সটেবল জিল্লুর রহমান সুস্থ ও শঙ্কামুক্ত হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্যাস বেলুনের ব্যবহার আরও সতর্কতার সাথে মনিটর করা প্রয়োজন।
আরও পড়ুন: বেলুন বিস্ফোরণে মীরাক্কেল তারকা আবু হেনা রনিসহ দগ্ধ ৫
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখার জন্য রনিকে ধন্যবাদ জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। একইসাথে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউট চিকিৎসের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে জিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। তবে রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে যাওয়ায় ওই রাতেই আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে।