১৪ অক্টোবর ২০২২, ১৪:০৫

বিতর্ক চর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা চাই আমাদের নতুন প্রজন্মকে মুক্ত চিন্তা ও যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক, প্রযুক্তি বান্ধব, প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ মানবিক ও সৃজশীন মানুষ হিসেবে গড়ে তুলতে। বিতর্ক চর্চা সেটি একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষ করে তুলে। আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই চর্চাটি গড়ে উঠুক।

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠানের উদ্বোধন পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিতর্ক চর্চা যে কোনো বিষয় নিয়ে শুধুমাত্র পড়াশুনা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তার বাহিরেও প্রসারতা ও গভীরতা অনেক বাড়াতে সহযোগিতা করে।এর মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে বিতর্ক তাকে পরমতসহিষ্ণ হতে শেখায়। বিতর্কের মাধ্যমে সে জানে একই বিষয়কে অনেক দিক থেকে দেখবার সুযোগ রয়েছে এবং অনেক ধরণের যুক্তি রয়েছে তার পক্ষে বিপক্ষে।  

তিনি বলেন, ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২ তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আর তাতে সারা দেশ থেকে এসেছে বিতার্কিকরা। এটি সম্ভবত বিতর্ক উৎসবের সর্ববৃহত মিলন মেলা। আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই চর্চাটি গড়ে উঠুক। যে প্রতিষ্ঠানে নেই সেখানে চালু করা হোক এবং যেখানে আছে সেখানে আরো ভাল করতে চাই। আর মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে আমরা চাই ক্লাব ভিত্তিক এই বিতর্ক চর্চা গড়ে উঠবে। আমাদের বাংলাদেশে এই বিতর্ক চর্চার ঐতিহ্য রয়েছে। এই উৎসবেও দেশ সেরা বিতার্কিকরা উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন: সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর জন্য ১৮ শিক্ষক

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মঞ্জুরুল করিম, সাবেক মূখ্য সচিব, কবি কামাল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক বিতার্কিক ডা. আবদুল নূর তুষার, টেন মিনিটস স্কুলের আইমান সাদিক, বিশ্ব চ্যাম্পিয়ন বিতর্কিক সুরজিত পাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিতর্ক উৎসবের চেয়ারমান সাব্বির আজম, প্রধান সমন্বয়কারী ফারুক আহম্মদ প্রমূখ।

এদিকে, অনুষ্ঠানের শুরুতে বিতর্কিকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামীকাল বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।